সাঈদীর রায়ের কপি কারাগারে পৌঁছায়নি
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : অমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায় আজ (বুধবার) রাত ৯টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগারে পৌছায়নি। সাঈদী এখানের কারাগার পার্ট-১ এ বন্দী রয়েছেন। তিনি দন্ডাদেশ কমার সংবাদ পেয়েছেন।
কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুদন্ড পাওয়া কয়েদিদেও সেলে বন্দী রয়েছেন। গত মঙ্গলবার রাতেই তাকে জানানো হয়েছে, বুধবার তার আপিলের রায় ঘোষণা করা হবে। আজ রায় শোনার পর তাকে নামাজ আদায় করতে দেখা গেছে।
এদিকে সাঈদীর দন্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ডের রায় ঘোষণার পর গাজীপুওে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সন্ধ্যার দিকে গাজীপুর-শিমুলতলী সড়কে শিবিরের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন বলে জানা গেছে।