উইন্ডোজ ৯-এর আমন্ত্রণ পাঠাল মাইক্রোসফট

microsoft logoতথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কবে আসবে উইন্ডোজ ৯ অপারেটিং সিস্টেম? দীর্ঘদিন ধরেই উইন্ডোজপ্রেমীরা প্রতীক্ষার প্রহর গুনছেন। অবশেষে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, শিগগিরই শেষ হচ্ছে এই প্রতীক্ষা। নতুন উইন্ডোজের কারিগরি খুঁটিনাটি জানতে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ৩০ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মাইক্রোসফট। এই অনুষ্ঠান উপলক্ষে নির্বাচিত অতিথিদের কাছে দাওয়াতপত্রও পাঠিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

আমন্ত্রণপত্রে মাইক্রোসফট লিখেছে, ‘হিয়ার অ্যাবাউট হোয়াটস নেক্সট ফর উইন্ডোজ অ্যান্ড দ্য এন্টারপ্রাইজেস’।

মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর নতুন উইন্ডোজের ফিচার ও করপোরেট ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা কী থাকছে, সে তথ্য জানাবে মাইক্রোসফট। ওই দিন মাইক্রোসফট নতুন যে উইন্ডোজের সংস্করণ আনবে, তা অনানুষ্ঠানিকভাবে অনেকেই উইন্ডোজ ৯ বলছেন।

ইতিমধ্যে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটে উইন্ডোজ ৯ ঘিরে বিভিন্ন গুজব প্রকাশিত হয়েছে, যার মধ্যে কোনোটিতে নতুন স্টার্ট মেন্যুর কথা বলা হয়েছে আবার কোনোটিতে ভার্চুয়াল ডেস্কটপের মতো ব্যবসাবান্ধব ফিচারের কথাও বলা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, টাচস্ক্রিনযুক্ত পণ্যে ভালোভাবে কাজ করার জন্য নতুন সফটওয়্যারের নকশা করা হয়েছে। তবে অনেকেই আবার আশঙ্কা করছেন, প্রচলিত অফিসকর্মীদের সুবিধার্থে যে ধরনের উইন্ডোজের প্রত্যাশা করা হয়, উইন্ডোজ ৯ হয়তো সে প্রত্যাশা পূরণ করতে পারবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ