ভূমি রেকর্ডের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ
আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভূমি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, যত সমস্যা সব ভূমি নিয়ে। দেশে যত মামলা আছে তার প্রায় সবই ভূমি সংক্রান্ত। আর ভূমির মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে বংশ পরম্পরায়। তাই ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেন তা নির্ভুল হয়।
ভূমির সঠিক ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ বাড়ছে। মানুষের জন্য খাদ্যেও যোগান দিতে হবে, উৎপাদন বাড়াতে হবে, তাদের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের ছোট দেশ। তাই খুবই পরিকল্পিতভাবে ভূমির ব্যবস্থাপনা করতে হবে।
শিল্প-কারখানা উর্বর জমিতে না গড়ে তুলে অনুর্বর জমিতে গড়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এ সময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।