জামায়াতের সঙ্গে বিএনপির বিচ্ছেদ শিগগিরই

মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : জামায়াত ইসলামির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিচ্ছেদ শিগগিরই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির ভেতরে জামায়াত বিরোধীরা এখন সক্রিয়। দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে আর জামায়তকে রাখতে রাজি নন তরা। জোট সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
বুধবার জামায়াতের নায়েবে আমির দেলায়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ড মওকুফ করে আমৃত্যু কারাদন্ডের রায়ের পর ২০ দলীয় জোটের জামায়াত বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছেন। এ রায় নিয়ে জামায়াতের সঙ্গে ক্ষমতাসীনদের আঁতাত হয়েছে বলেই মনে করছেন তারা। জামায়াতের ষড়যন্ত্রের কারণেই ২০ দলীয় জোটের আন্দোলন সফল হয়নি, এমন ধারনাও দলের জামায়াত বিরোধীদের।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের কাছে বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে কি না, তা জানি না। এমন কথা শুনছি সবার মুখে মুখে। এটা পরিষ্কার হবে আর কিছুদিন পর। তবে এটা হয়ে থাকলে সরকারের দুর্বলতা প্রকাশ পায়।’
রায় প্রসঙ্গে ওসমান ফারুক আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার ধারণা, বিচারকেরা মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। আর সেটি করে যদি এই রায় ঘোষণা হয়ে থাকে, তাহলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে।’ তিনি বলেন, আমার মনে হয়, এখনই জামায়াত ছাড়ার বিএসপির সবচেয়ে সঠিক সময়। এ সময় হেলায় হারানো ঠিক হবে না।
Bnp-Jamat

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ