নজরুলকে গ্রেপ্তারের নির্দেশের তথ্য সঠিক নয় : র‌্যাব

Rab-Picসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদর দপ্তর থেকে নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর নজরুল ইসলামকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক মোখলেসুর রহমান। আজ রোববার র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।

মোখলেসুর রহমানের ভাষ্য, সুনির্দিষ্টভাবে কাউকে ধরার জন্য র‍্যাব সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয় না। অধিনায়কদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নিতে তাঁদের নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে কাকে ধরা হবে বা হবে না, সেটা অধিনায়কদের বিবেচনা।

নজরুলকে ধরার নির্দেশ দেয় র‌্যাব সদর দপ্তরনারায়ণগঞ্জে সাত খুনের বিষয়ে র‍্যাবের মহাপরিচালকের দাবি, ঘটনা জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব জানিয়েছে র‍্যাব। কোনো কিছুই গোপন করা হয়নি। সঠিক তথ্য জেনে সত্য উদঘাটনে সহায়তা করেছে র‍্যাব।

মোখলেসুর রহমান আরও দাবি করেন, আসামি গ্রেপ্তার এবং মামলাসংশ্লিষ্ট বিষয়ে পুলিশকে সহায়তা করেছে র‍্যাব।

ঘটনার জন্য পুরো বাহিনীকে দোষারোপ না করে অপরাধীদের বিষয়ে লেখালেখি করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান র‍্যাবের মহাপরিচালক। তাঁর মতে, প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হলে দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ