রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী, রাতেই ঢাকা ছাড়বেন
আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগদানের বিষয় নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী আজ রাতে সাড়ে ৯টায় ঢাকা ত্যাগ করবেন। তার সফর সঙ্গি হচ্ছেন ১৮৩ সদস্যর একটি প্রতিনিধি দল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের বিতর্কের প্রতিপাদ্য ‘ডেলিভারিং অন অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ ট্রান্সফরমেটিভ পোস্ট-২০১৫ ডেভেলপমেন্ট এজেন্ডা’। চলমান আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার বিষয়গুলো এবং অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ২০১৫ সালের মধ্যে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি যাচাই- এ বিষয়গুলো বিবেচনায় এবারের অধিবেশন আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।