রাত ১০টায় যুক্তরাষ্ট্র পৌঁছাবেন প্রধানমন্ত্রী

pmবিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ সময় সোমবার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্র পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ঢাকা ত্যাগের আগে রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে দেখা করেন তিনি।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, বিমান মন্ত্রী রাশেদ খান মেননসহ মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, সেনা ও বিমান বাহিনী প্রধান, মহা পুলিশ পরিদর্শক ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

দুবাইয়ে দুই ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ সময় সোমবার রাত ১০টার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টা) দিকে যুক্তরাষ্ট্র পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল ২৩ সেপ্টেম্বর সকালে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফরের কর্মসূচি শুরু হবে। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে দুই দিন যুক্তরাজ্যে কাটিয়ে ২ অক্টোবর সকালে দেশে পৌঁছাবেন তিনি।

১০ দিনের এই সফরে আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেবেন শেখ হাসিনা। ওই দিনই নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ