চার সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল, একজনের স্থগিত
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চারজন সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। অপর একজনের সনদ স্থগিত করা হয়। আজ সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁদের নেওয়া সুবিধা পুরোপুরি বাতিল হয়ে গেল।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন জানান, প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ মন্ত্রণালয় এবার এই কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা নেবে। রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপনে সই করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব মো. সলিমুল্লাহ।
মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া সচিবেরা হলেন কে এইচ মাসুদ সিদ্দিকী, মো. নিয়াজউদ্দিন মিঞা, এ কে এম আমির হোসেন ও আবুল কাশেম তালুকদার। মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ স্থগিত করা হয়েছে।