সাংবাদিক দেখলেই ক্ষুব্দ হয়ে ওঠেন দুদক মহাপরিচালক
মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : সাংবাদিক দেখলেই ক্ষুব্দ হয়ে ওঠেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক শহীদুজ্জামান। সর্বশেষ আজ সোমবারও তিনি দুদকে সংবাদ সংগহ্র করতে আসা একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে দূর্ববহার করেন।
দুদক বিটের সাংবাদিকরা জানান, প্রতিষ্ঠানটির মহাপরিচালক শহীদুজ্জামান দুদকের ভেতরে সাংবাদিক দেখলেই ক্ষুব্দ হয়ে ওঠেন। সাংবাদিকদের সঙ্গে অসাধাচরণ এবং দুর্ব্যবহার যেন তার নিত্য দিনের কাজের একটি অংশ হিসেবে দাড়িয়েছে।
তারা জানান, সোমবার বেলা ১১টার দিকে দৈনিক ইনকিলাবের দুদক প্রতিবেদক শেখ জামাল হোসেন সংবাদ সংগ্রহের লক্ষে দুদক কার্যালয়ের সিড়ি বেয়ে পঞ্চম তলায় ওঠার সময় শহীদজ্জামানের সঙ্গে দেখা হলে তিনি এই প্রতিবেদককে ধমক দিয়ে প্রবেশের কারন জানতে চান। শেখ জামাল এসময় তার পরিচয় দিলে ডিজি আরো ক্ষুব্দ হয়ে ওঠেন এবং দুদকের দেওয়া প্রবেশপত্র দেখতে চান। ‘প্রবেশপত্র দেওয়া হয়নি’ শেখ জামালের এমন জবাবে তেলে বেগুনে জ্বলে ওঠেন শহীদুজ্জামান। ‘সাংবাদিকরাই শুধু আমাদের আইন শেখায়, তারা নিজেরাই আইন মানে না’ শহীদুজ্জামানের এমন বক্তব্যের প্রতিবাদ জানালে শেখ জামালকে দুদক ভবন থেকে দ্রুত বেড়িয়ে যাওয়ার নির্দেশ দেন। ‘আউট আউট’ বলে চিৎকার করেন। ডিজির এম আচরনে দুদকে উপস্থিত সাংবাদিকরা বিষ্মিত হন।
বিষয়টি সাংবাদিকরা দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এবং দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করে শহীদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এ বিষয়ে মহাপরিচালককে জিজ্ঞাসা করে ব্যাবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের আশ্বস্থ করেন চেয়ারম্যান।
উল্লেখ্য, এর আগেও শহীদুজ্জামান দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হকিকত জাহান হকিসহ বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমুলক আচারণ করেন।