আগামি অর্থবছরে পে-কমিশন বাস্তবায়ন
মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : আগামি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি পে-কমিশন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ হস্তান্তরের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিমা করপোরেশনের চেয়ারম্যান শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম অর্থমন্ত্রীর কাছে ২০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী অর্থ বছরের পে-কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা হবে। এ বছরের ডিসেম্বরে পে-কমিশনের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। এই রিপোর্ট হাতে পেলে স্টাডি করার পর তা বাস্তবায়ন করা হবে।
এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, জুলাই নাগাদ পে-কমিশন বাস্তবায়ন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক আগামী অর্থবছরে বাংলাদেশের স্থানীয় সরকারের উন্নয়নে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। বিশ্বব্যাংকের এই সম্পূর্ন অর্থ স্থানীয় সরকারের উন্নয়নে ব্যয় হবে।