মালিবাগে আবারো উচ্ছেদ চলছে

10670140_694347293993613_608437954071029797_nআনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,

ঢাকা : মালিবাগে রেল লাইনের দু’পাশের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার কাজ আবারো শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।

বুধবার দুপুর থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলছিল।

উচ্ছেদ কার্যক্রমে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের নির্বাহী এক কর্মকর্তা জানান, গত সপ্তাহে মালিবাগে রেল লাইনের দু’পাশের অবৈধ সকল স্থাপনা সরিয়ে ফেলা হয়েছিল। গত কয়েক দিনে আবার এখানে তারা ছোট ছোট ঘর নির্মান করেছে। দোকান তুলে ব্যবসা শুরু করেছে। আজ তাই আবারো এখানে উচ্ছেদ করা হচ্ছে। সিটি করপোরেশনের এই উচ্ছেদ কার্যক্রম বিকেল পর্যন্ত চলবে বলেও জানান ডিসিসির এই কর্মকর্তা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ