গোপীবাগে ছয় খুন রিমান্ডে চারজন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গোপীবাগের ছয় খুনের নয় মাস পেরিয়ে যাওয়ার পর আচমকা রমনা থানার তিনটি মামলার চার আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে আদালতের মাধ্যমে তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এই চার আসামি হলেন: জিয়াউল ইসলাম, আলামিন, আজমির ও গোলাম সরোয়ার।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর বলেন, এ চার আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত চার দিন করে মঞ্জুর করেন।
গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর গোপীবাগ এলাকায় ‘কথিত পীর’ লুৎফোর রহমানের বড় ছেলে ব্যাংক কর্মকর্তা সারোয়ার ইসলামসহ তাঁর চার মুরিদ মঞ্জুর আলম, শাহীন আলম, রাসেল ও মুজিবুল সরকারকে হত্যা করা হয়। এ ঘটনায় একই দিন রাতে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন লুৎফোরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক।
প্রাণনাশের আশঙ্কায় বাসা বদল করে অনেকটা লুকিয়ে আছেন লুৎফোরের পরিবারের সদস্যরা। তাঁরা আগের ভাড়া বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে উঠেছেন।