চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪৩ দিন বন্ধ, প্রতিবাদ শিক্ষার্থীদের
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহা, দুর্গাপূজা, শরৎকালীন ছুটিসহ ২০১৪-১৫ প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪৩ দিনের বন্ধ শুরু হচ্ছে। আগামী শনিবার থেকে ছুটি শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে এ বন্ধের সময় পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথানিয়মে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
এদিকে দীর্ঘদিন বন্ধের প্রতিবাদে আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুয়াযী যে বন্ধ আছে তা বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। মানববন্ধনে পাঁচজন শিক্ষার্থী তাঁদের বক্তব্যে বলেন, কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই দীর্ঘ এ বন্ধ অযৌক্তিক। এর কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজট আরও বাড়বে এবং ভোগান্তিতে পড়বেন সাধারণ শিক্ষার্থীরা।
পাশাপাশি শিক্ষর্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বন্ধ থাকা ছাত্রাবাসগুলো আবার খুলে দিতে এবং শিক্ষক বাসে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান।