অ্যাপলের আইফােন ৬ বেঁকে যাচ্ছে !
তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গত বুধবার নতুন দুটি পণ্য নিয়ে রীতিমতো হোঁচট খেয়েছে অ্যাপল। আইফোন৬ প্লাস ক্রেতারা অভিযোগ করেছেন, তাঁদের প্যান্টের পকেটে সামান্য চাপে বেঁকে যাচ্ছে ফোনটি। অপরদিকে অপারেটিং সিস্টেমে ত্রুটির কারণে মোবাইলে নেটওয়ার্ক সংযোগ পেতে সমস্যা হচ্ছে বলে আইওএস৮-এর আপডেট সরিয়ে নিয়েছে অ্যাপল।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অ্যাপলের এ দুটি সমস্যাকে ‘বেন্ডগেট’ বলা হচ্ছে। ২০১০ সালে আইফোন৪ ব্যবহারকারীরাও আইফোনের অ্যানটেনার সমস্যায় পড়েছিলেন। তখন অ্যাপলের এ সমস্যাটিকে নাম দেওয়া হয় ‘অ্যানটেনাগেট’।
আইফোন বেঁকে যাওয়ার ঘটনায় একদম মুখ খোলেনি অ্যাপল কর্তৃপক্ষ। অবশ্য, আইওএস৮ অপারেটিং সিস্টেমের আপডেট ৮.০.১ সংস্করণটি তুলে নিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে।
বেঁকে যাচ্ছে আইফোন৬ প্লাস!
যাঁরা আাঁটসাঁট জিন্সের প্যান্ট পরেন, তাঁদের ক্ষেত্রে ফোন বেঁকে যেতে পারে বলেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে শেয়ার করা বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অনেকেই বলছেন, অত্যন্ত হালকা অ্যালুমিনিয়াম দিয়ে কাঠামো তৈরি হওয়ায় ফোন বেশি নাজুক হয়ে গেছে।
আইফোন ব্যবহারকারীদের ওয়ারেন্টি সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ারট্রেড জানিয়েছে. ‘বেঁকে যাওয়ার মতো পাতলা করে আইফোন তৈরি করা হয়নি। শিগগিরই ফোন বেঁকে যায় কি না, তা পরীক্ষা করে দেখা হবে।’
সম্প্রতি আনবক্স থেরাপি নামে পণ্য রিভিউয়ের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ‘বেন্ড টেস্ট’ নামের ভিডিও প্রকাশিত হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়েছে।
‘পাসপোর্ট’ আনল ব্ল্যাকবেরি
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ব্র্যান্ডওয়াচ জানিয়েছে, ২২ সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগের সাইটে ‘বেন্ড’ কথাটি কমই ব্যবহার করা হয়েছে। কিন্তু ইউটিউবে ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। টুইটারে ‘টাইট প্যান্ট’ ‘বেন্ড ইন ইয়োর পকেট’ প্রভৃতি বিষয়ে অনেক টুইট হচ্ছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট৩-এর সঙ্গে তুলনা করেও অনেক টুইট করা হয়েছে।
আইফোন বেঁকে যাওয়ার বিষয়টি নিয়ে অ্যাপল মুখ না খুললেও প্রতিদ্বন্দ্বী ব্ল্যাকবেরি অ্যাপলকে খোঁচা দিয়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী জন চেন ‘পাসপোর্ট’ নামে নতুন ফোন উদ্বোধনের সময় মন্তব্য করেছেন, ‘পাসপোর্ট বাঁকা করার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।’
১৯ সেপ্টেম্বর থেকে আইফোন বিক্রি শুরু হওয়ার পর প্রথম তিন দিনেই এক কোটি আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রির রেকর্ড গড়েছে অ্যাপল।