৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক: খালেদা জিয়া

Khaladaজামালপুর প্রতিনিধি : ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়াকে বিএনপির সঠিক সিদ্ধান্ত দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শুধু বাংলাদেশের বিশিষ্ট জনই নয়, সারা বিশ্ব বলছে, এটা কোনো নির্বাচনই হয়নি। ক্ষমতার জোরে একতরফা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা। তিনি প্রমান করেছেন, হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’

শনিবার বিকেলে জামালপুর জেলা উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোটের এক জনসভায় তিনি এসব কথা বলেন।

৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার ভোট জালিয়াতি করেছে। এ জন্য ক্ষমতাসীনদের কাফফারা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত না হয়েও তারা একের পর এক আইন করছে। চুরি করেছে। যখন এসব কাজের হিসেব হবে, তখন বিরাট কাফফারা দিতে হবে।’

গুম-খুন বন্ধের দাবি, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করে ২০ দলীয় জোট।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ