হাছান মাহমুদের মতো বেয়াদব আমি আর দেখি নাই : সৈয়দা সাজেদা

Sayeda Sajadaমনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,

ঢাকা : ড. হাছান মাহমদুকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘ওর মতো এমন বেয়াদব আমি আর দেখি নাই। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের হাছান মাহমুদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রোববার ধানমন্ডির ৩২ নাম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পাশাপাশি আয়োজিত দুটি সমাবেশকে কেন্দ্র করে সাজেদা চৌধুরী এসব কথা বলেন। পশ্চিম দিকে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। বিপরীত দিকে মোটরচালক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন ড. হাছান মাহমুদ।

এসময় হাছান মাহমদুকে উদ্দেশ্য করে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘ওর মতো এমন বেয়াদব আমি আর দেখি নাই। সে স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদব।’

ক্ষুব্ধ সাজেদা বলেন, “এখানে পাল্টাপাল্টি বক্তব্য হবে না। এই জামায়াতি কায়দায় পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ অতীতে করেনি, এখনো আশা করিনি।

তিনি হাছানকে উদ্দেশ্য করে বলেন, “উনি কে? কী ছিলেন? মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? আমি জানি। কিভাবে উনি নেতা হয়েছেন তাও জানি।”

‘এই ধরনের আস্ফোলন আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি’ উল্লেখ করে সাজেদা আরো বলেন, এখন নতুন নতুন নেতার জন্ম হচ্ছে, তারা বেয়াদবি শুরু করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ