মন্ত্রিসভার খল নায়ক একজন লতিফ সিদ্দিকী
আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি, ঢাকা : টাঙ্গাইলে জমি দখল, সরকারী জমি নাম মাত্র টাকায় বরাদ্দ দেয়া, অসংলগ্ন কথা বার্তা এবং সর্ব শেষ নিউইয়র্কে পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে এবং সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে সরকারের টেলিযোগাযোগ ও তথ্যযোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিক খল নায়কে পরিনত হয়েছেন। বিতর্কিত এই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুবুল আলম শাকিল গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।
রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে ‘নিউইয়র্ক টাঙ্গাইল সমিতির’ দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরুপ মন্তব্য করেন। যা নিয়ে দেশে-বিদেশে মুসলমানরা বিক্ষুব্দ হয়ে ওঠে।
রোববারের লতিফ সিদ্দিকীর এই বক্তব্য বাংলাদেশের বেসরকারী সকল স্যাটেলাইট চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সরকারের কয়েকজন মন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট তীব্র নিন্দা জানিয়ে আগামী ৭২ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে তওবা করার পাশাপাশি তাকে মন্ত্রিসভা থেকে বহিস্কারের দাবি জানিয়েছে।