নিজের এসএমজির গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা !
আজমী আনোয়ার, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জলিল (৫৭) অসাবধানতাবশত নিজের এসএমজির গুলিতে নিহত হয়েছেন। রায়পুর থানার সামনে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল জলিলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চর বল্লভপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, বিদ্যুতের দাবিতে গতকাল রাতে রায়পুরের বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুতের কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারা বিভিন্ন সড়কে আগুন জ্বেলে অবরোধের সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তাঁদের সঙ্গে এএসআই আবদুল জলিলও যান। রাত একটার দিকে পরিস্থিতি শান্ত হলে রায়পুর থানার কার্যালয়ের সামনে একটি দোকানে চা পান করতে যান জলিল। টেবিলের ওপর এসএমজিটি রেখে চা পান করার সময় অসাবধানতাবশত এটির ট্রিগারে তাঁর হাতের আঙুলের চাপ লাগে। এতে এসএমজি থেকে গুলি বের হয়ে জলিলের বুকের নিচে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
উপপরিদর্শক আবুল বাশার জানান, ময়নাতদন্তের জন্য জলিলের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রায়পুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।