গাজীপুরে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত অন্তত ১০

gaziwrkpliগাজীপুর রিপোর্টার, এবিসি নিউজ বিডিঃ গাজীপুরের বড়বাড়িতে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ইউনিগিয়ার্স পোশাক কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
আজ সকাল সোয়া ৮টার দিকে ওই পোশাক কারখানা শ্রমিকেরা কাজে যোগদান না করে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এসময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শ্রমিকেরা বেশকিছু যানবাহনে ভাঙচুর চালায়। পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ আহত হয় অন্তত ১০ শ্রমিক। সকাল আধা ঘন্টা পর সকাল পৌনে নয়টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিগিয়ার্স পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ