সাইবার অপরাধের নাটের গুরু ১০০ জন!

cyber-criminal-hackerতথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সারা দুনিয়ার তাবৎ সাইবার অপরাধের নেপথ্যে ‘আসল খেলোয়াড়’ হিসেবে কাজ করছে মাত্র ‘১০০ জনের মতো’ দুর্ধর্ষ সাইবার অপরাধী। আর এদের একটা বড় অংশই রুশ ভাষাভাষী অঞ্চলে বসবাস করেন। ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা ইউরোপোলের সাইবার ক্রাইম সেন্টারের প্রধান ট্রোয়েলস ওয়েরটিং সম্প্রতি এই মন্তব্য করেছেন। খবর বিবিসির।

বিবিসির টেক টেন্ট রেডিও শোতে কথা বলার সময় ওয়েরটিং বলেন, সাইবার অপরাধের বিস্তৃত জাল থেকে আসল খেলোয়াড়দের ধরতে হলে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রয়োজন ‘তুখোড় প্রোগ্রামারদের ছোট গ্রুপগুলোকে টার্গেট করা।’ তিনি আরও বলেন, ‘আমরা মোটামুটিভাবে জানি, তারা কারা। আমরা যদি সমীকরণ থেকে ওই মাথাগুলোকে ছেঁটে ফেলতে পারি তাহলে বাকিরা এমনিতেই ঝরে যাবে।’

ইউরোপীয় ইউনিয়নের সাইবার ক্রাইম সেন্টারের প্রধান আরও বলেন, ‘আমরা এখনো সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অপরাধীদের বিস্তর সম্পদ আছে এবং ওই কাজে তাদের কোনো প্রতিবন্ধকতা নেই। ওরা লোভ-লালসায় তাড়িত আর মুনাফার জন্য ওরা এমন গতিতে একের পর এক ম্যালওয়্যার বানিয়ে যাচ্ছে, সেটা সামাল দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে।’

ট্রোয়েলস ওয়েরটিং বিবিসিকে বলেন, সাইবার অপরাধ মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু হলো এর কোনো সীমানা নেই, নানা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে অপরাধীরা। তারা এখন আর কোনো দেশে গিয়ে সেখানে অপরাধটা করেন না, বরং দূর থেকে সেটা করেন। ফলে সাধারণ উপায়ে তাদের ধরা যায় না। এ জন্যই নানা দেশের সঙ্গে আমাদের কাজ করতে হয়।

সাইবার অপরাধের এই আসল খেলোয়াড়দের বেশির ভাগই রুশ ভাষাভাষী অঞ্চলের বলেও মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়ন সাইবার ক্রাইম সেন্টারের প্রধান। তিনি আরও বলেন, রুশ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক সব সময় ভালো না থাকলেও এখন অবস্থার ‘উন্নতি হচ্ছে’। কিছুদিন আগেই সাইবার অপরাধের চারটি বড় মামলা নিয়ে আলোচনার জন্য মস্কো গিয়েছিলেন ওয়েরটিং। সেসব ঘটনার জন্য দায়ী অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা যাবে এবং কারাদণ্ড দেওয়া যাবে বলেও আশাবাদী তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ