ট্রেডমার্ক আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : ট্রেড মার্ক সংক্রান্ত মামলার বিরোধ নিষ্পত্তির সময়সীমা ১২০ থেকে বাড়িয়ে ৩৬০ কার্যদিবস নির্ধারণ করে ‘ট্রেডমার্ক (সংশোধন) আইন, ২০১৪’ ভেটিং স্বাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ট্রেডমার্ক আইন ১৯৬৩ সালে করা হয়েছিল। এরপর ২০০৯ সালে আইনটি নতুন করে করা হয়েছিল। এই আইনটি সামান্য সংশোধন করে শিল্প মন্ত্রণালয় প্রস্তাব দেয়। মন্ত্রিসভা এ প্রস্তাব অনুমোদন দিয়েছে।’
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, বর্তমান ট্রেডমার্ক আইনে বিরোধ নিষ্পত্তির জন্য ১২০ কার্যদিবস ধার্য করা আছে। এই বিরোধ নিষ্পত্তির জন্য ৭টি ধাপ অতিক্রম করতে হয়। ১২০ কার্যদিবসে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয় না। এসব প্রক্রিয়া অন্তত ৩০০ কার্যদিবসের প্রয়োজন হয়। শিল্প মন্ত্রণালয় ৩৬০ কার্যদিবস নির্ধারণ করার প্রস্তাব দেয় শিল্প মন্ত্রণালয়। মন্ত্রিসভা এ প্রস্তাব অনুমোদন দিয়েছে।