জঙ্গীদের বিরুদ্ধে সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আনোয়ার আজমী, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : জঙ্গীদের বিরুদ্ধে চলমান সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বর্ধমানে বোমা বিষ্ফোরণের ঘটনায় কোন বাংলাদেশী জড়িত কিনা সে সম্পর্কে সরকারের কাছে কোন তথ্য নেই।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জঙ্গীবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

asaduzaman-2স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকের বৈঠকে জঙ্গী প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশে জঙ্গীদের কোন স্থান নেই। তিনি বলেন, বৈঠকে জঙ্গীদের বিরুদ্ধে চলমান মামলার দ্রুত নিষ্পত্তির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ভারতের বর্ধমানে যে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছিল, তাতে কারা জড়িত বা বাংলাদেশি কেউ জড়িত কি না, সে বিষয়ে আজ পর্যন্ত ভারত আমাদের কোন তথ্য জানায়নি।’

সরকারের কাছে কোন তথ্য নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি কেউ জড়িত’ এমন তথ্য আমাদের কাছে নেই। পত্রিকায় দেখেছি। তবে আমরা বিষয়টির দিকে নজর রেখেছি।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ