প্রতারনার জন্য ২১টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : মেনন
মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হজ নিয়ে প্রতারনার জন্য ২১টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল ও জামানত বাতিল করা হবে।
মঙ্গলবার দুপুর সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, হজ নিয়ে প্রতারনা করেছে এমন ২১টি হজ এজেন্সিকে চিহ্নিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাতিল করা হচ্ছে লাইসেন্স ও জামানত।
রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ বিমানের জন্য নয়, সৌদী আরবের হজ ব্যবস্থাপনা ত্রুটির কারণে হাজিদের ফিরতি ফ্লাইটে সিডিউল বিপর্যয় হচ্ছে বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন,সুষ্ঠুভাবে এবার হজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। বিমান এবার হজ যাত্রী পরিবহনে প্রতিটি সিডিউল রক্ষা করেছে।
রাশেদ খান মেনন বলেন, বিমান এবং সৌদী এয়ারের মাধ্যমে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৬ হাজার ৭৯৭ জন হাজী ও ৯ জন শিশু দেশে ফিরেছেন।
মন্ত্রী বলেন, এবার হজ যাত্রী ছিল ৯৮ হাজার ৭৫৭ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৭ হাজার ২৫৭ জন। মোট হজ যাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৭০৩ জন। এরমধ্যে ৫৮জন শিশুও ছিল। মোট ৮৩৫টি হজ এজেন্সি এবার লোক পঠিয়েছে।