শিল্প কারখানায় ১৮৯ পরিদর্শক নিয়োগের সুপারিশ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের সব শিল্প কারখানায় ১৮৯ জন পরিদর্শক নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিষয়টি চূড়ান্ত করে আজ বৃহস্পতিবার পিএসসি এ-বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে পিএসসির জনসংযোগ কমকর্তা ডায়না ইসলাম বলেন, সুপারিশ করা ১৮৯ জন পরিদর্শকের মধ্যে সাধারণ পরিদর্শক ১২৭ জন, স্বাস্থ্য পরিদর্শক ৩৯ জন ও নিরাপত্তা পরিদর্শক ২৩ জন।
সাভারে রানা প্লাজা ধসের পর কলকারখানাগুলোতে পরিদর্শক নিয়োগের দাবি ওঠে। তবে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রতা প্রভৃতির কারণে এতদিন বিষয়টি আটকে ছিল।
এদিকে কিছুদিন আগ পর্যন্ত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের মধ্যে পদ স্বল্পতার কারণে যাঁদের প্রথম শ্রেণির গেজেটের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হতো না তাঁদের প্রথম শ্রেণির নন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করত পিএসসি। চলতি বছর আইন সংশোধনের মাধ্যমে এখন থেকে উত্তীর্ণদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদেও সুপারিশ করবে পিএসসি। এর আওতায় আজ ৩৩তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে শিল্প কারখানায় পরিদর্শক নিয়োগের সুপারিশ করল পিএসসি।
এ প্রসঙ্গে ডায়না ইসলাম বলেন, ৩৩তম বিসিএসের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। এখন দ্বিতীয় শ্রেণির নন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হচ্ছে।