আজও সাতছড়িতে অস্ত্র উদ্ধারের দাবি র্যাবের
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, হবিগঞ্জঃ হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আজ শুক্রবারও অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে কী অস্ত্র উদ্ধার হয়েছে, র্যাব তা জানায়নি। বেলা ১১টায় র্যাবের পক্ষ থেকে এ ব্যাপারে ব্রিফিং করা হবে।
শ্রীমঙ্গল র্যাব-৯-এর ক্যাম্প অধিনায়ক মোসাব্বির এ তথ্য জানিয়েছেন। সাতছড়িতে র্যাবের অভিযান চলছে বলে দাবি করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, সাতছড়ি থেকে আবার অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই উদ্যান থেকে এ নিয়ে মোট পাঁচ দফায় অস্ত্র উদ্ধারের দাবি করল র্যাব। এর আগে গত ৩ জুন এবং ২ ও ১৭ সেপ্টেম্বর বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করে র্যাব।
গতকাল দুপুরে র্যাব-৯-এর অধিনায়ক রিয়াদ রায়হান রাব্বানী গণমাধ্যমকর্মীদের জানান, নিয়মিত অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে তাঁরা গত বুধবার রাত থেকে সাতছড়ি উদ্যানে চতুর্থবারের মতো অভিযান শুরু করেন।