শিক্ষক নিয়োগে আলাদা কমিশন : প্রধানমন্ত্রী

pmমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে সচিবালেয়ে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠনের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে পিএসসি হয়ে আসতে সময় লাগে। এ বিষয়ে আমার প্রস্তাব আছে। এ নিয়ে কাজও শুরু হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি শিক্ষক নিয়োগে আলাদা কমিশন হওয়া উচিৎ। পিএসসিতে এর জন্য আলাদা একটা উইং থাকবে। সেখানে বিশাল ভবন করে দিয়েছি। যায়গার কোন অভাব নেই। সেখানে আলাদা ব্যবস্থা থাকবে। তাদের কাজই হবে শিক্ষক নিয়োগের বিষয়টি দেখা।’ এছাড়া এই সমশ্যা সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ