মন্ত্রিসভায় রদবদল এসপ্তাহে
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ না করায় আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিস্কারের পর ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে সরকারের মন্ত্রিসভায়। আর এই পরিবর্তন হচ্ছে এ সপ্তাহেই। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এতথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ৫ জানুয়ারীর নির্বাচনের পর আওয়ামীলীগের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী তাদের নানা কর্মকান্ডে বিতর্কিত হয়ে ওঠেন। এদের মধ্যে অন্যতম মন্ত্রিসভা থেকে সম্প্রতি বহিস্কৃত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী। আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে। তাকে মন্ত্রিসভা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে বহিস্কার করা হয়েছে। স্থায়ীভাবে আওয়ামী লীগ থেকে বহিস্কারের জন্য কারন দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে।
সূত্র আরো জানায়, বিতর্কিত আর এক মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে পরিবর্তিত এই মন্ত্রিসভায় রাখা হচ্ছে না। বাদ দেওয়া হচ্ছে তাকে। সমাজ কল্যান মন্ত্রণালয়ে চরম স্থবিরতার পাশাপাশি মহসিন আলীর বিরুদ্ধে লাগামহীন অতিকথনের অভিযোগ আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ সূত্র জানায়, মন্ত্রিসভার গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ উত্থাপিত হয়েছে আরো বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। এদর মধ্যে অন্যতম নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সূত্র জনায়, অভিযুক্ত এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদে পরিবর্তন আনা হচ্ছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানায়, অতীতের মন্ত্রিসভার চেয়ে তুলনামূলক দক্ষ ও যোগ্যতায় ঠাঁই পাওয়া আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মোহাম্মদ নাসিমের মন্ত্রণালয় পরিবর্তন করে আরো গুরুত্বপূর্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এর মধ্যে আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আর মোহাম্মদ নাসিমকে স্বাস্থ্য থেকে সরিয়ে এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি প্রায় চুড়ান্ত হয়ে রয়েছে।
সূত্র জানায়, নতুন মন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন পেতে যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের আর একটি অংশ অর্থাৎ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে প্রধানমন্ত্রীর হাতে বলেও সূত্র জানায়।
পরিবর্তিত ও সম্প্রসারিত মন্ত্রিসভায় মহাজোট সরকারের সাবেক মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি (সাবেক পররাষ্ট্র মন্ত্রী), ড. আবদুর রাজ্জাক (সাবেক খাদ্যমন্ত্রী) এবং অ্যাডভোকেট তারানা হালিম ও অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের নাম শোনা যাচ্ছে। তবে সূত্র জানিয়েছে, পরিবর্তিত এই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না সাবেক মন্ত্রী ড. হাছান মাহামুদ ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।