গত অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে মন্ত্রিসভা সন্তুষ্ট
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গত অর্থবছরে (২০১৩-১৪) সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ওই সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক (২০১৩-১৪) প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে জানান, গত অর্থবছরে সামগ্রিক কার্যক্রম ছিল সন্তোষজনক। বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৪৪ ডলার। পরের বছর তা বেড়ে হয়েছে এক হাজার ১৯০ ডলার। একইভাবে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৬৯ শতাংশ। রাজস্ব আয় বেড়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪০ দশমিক ৪৪ শতাংশ। গত অর্থবছরে টাকার মূল্য স্থিতিশীল ছিল। মূল্যস্ফীতি ৮ দশমিক ৬ শতাংশ থেকে কমে হয়েছে ১ দশমিক ৯ শতাংশ।
সচিব আরও জানান, গত অর্থবছরে ২৪২টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৩৯টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। কৃষি ও খাদ্য উৎপাদন বেড়েছে।
গত জুন পর্যন্ত মোবাইল গ্রাহকের সংখ্যা হয়েছে ১১ কোটি ৬২ লাখ। একই সময় পর্যন্ত ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল তিন কোটি ৮৯ লাখ।
গত অর্থবছরে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন উভয়ই বেড়েছে উল্লেখ করে মোশাররাফ হোসাইন বলেন, এ সময় বিদ্যুতের উৎপাদনের পরিমাণ বেড়েছে ১৪ দশমিক ৩৩ শতাংশ। একই অর্থবছরে নতুন আটটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এগুলোতে উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে এক হাজার ৬৫৭ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এ ছাড়া গত অর্থবছরে ছয়টি বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় এক হাজার ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে সচিব স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টি প্রতিষ্ঠান গত অর্থবছরে লাভ করেছে। লোকসান করেছে ১৯টি প্রতিষ্ঠান।
একই সঙ্গে মন্ত্রিসভা সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের তাগিদ দিয়েছে। এসব পদ সৃষ্টি ও নিয়োগ-প্রক্রিয়া ত্বরান্বিত করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে সে ক্ষেত্রে পদের আবশ্যিকতা ও প্রতিযোগিতামূলক নিয়োগ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
আজকের মন্ত্রিসভায় বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে চুক্তি এবং বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সন্ত্রাস, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনবিষয়ক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দক্ষিণ কোরিয়া সফরের বিষয়বস্তু মন্ত্রিসভাকে অবহিত করেন।