শেরেবাংলানগর থানা পুলিশের অস্ত্র ঠেকিয়ে গুলি করার বিষয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ
মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : শেরেবাংলানগর থানা পুলিশের অস্ত্র ঠেকিয়ে গুলি করার বিষয়ে মহা-পুলিশ পরিদর্শককে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, অপরাধ করলে র্যাব-পুলিশের কাউকেই ছাড় দেওয়া হবে না।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেরেবাংলা নগর থানা পুলিশের অস্ত্র ঠেকিয়ে গুলি করার সংবাদটি আমি দেখেছি। এ বিষয়ে মহা-পুলিশ পরিদর্শককে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছি।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, অপরাধ করলে র্যাব-পুলিশের কাউকেই ছাড় দেওয়া হবে না। কেউই অপরাধ করে ছাড় পাবে না। র্যাব-পুলিশ কেউই আইনের উর্ধ্বে নয়। উল্লেখ্য, শেরেবাংলানগর থানার এসআই আনোয়ার হোসেন ব্যক্তিগত শত্রুতার জের ধরে গতকাল শাহ আলম নামের এক ব্যাক্তিকে দু’পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। আজ সকল জাতীয় দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।
‘লিমনের পায়ে যে র্যাব সদস্যরা গুলি করেছিল, তাদের বিরুদ্ধে কোন শাস্তিÍমূলক ব্যবস্থা গ্রহন করা হবে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একজন দুষ্কৃতিকারীকে গুলি করতে গিয়ে লিমনের গায়ে লাগে। এটা নিছক দুর্ঘটনা। একারনে লিমনের মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, র্যাবের অনেক সফলতা আছে, যেখানে পুলিশ ব্যার্থ হচ্ছে, সেখানে র্যাব সফল হচ্ছে।
‘বিএনপির আন্দোলনের ঘোষনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা আন্দোলন কর্মসূচীর দিতেই পারে। তবে আমি আগেই বলেছি, আন্দোলন করতে হলে জনগনের সম্পৃক্ততা প্রয়োজন। সেই জনগন বিএনপির সাথে নেই। সুতরাং আন্দোলনে তারা সফল হতে পারবে না।
তিনি আরো বলেন, বিএনপি যদি আন্দোলনের নামে আগের মত জ্বালাও পোড়াও কর্মসূচী দেয়, হিংসাত্মক কর্মকান্ড করে, স্কুল কলেজ বন্ধ কওে দেয়, তাহলে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।