অবশেষে শেরেবাংলানগর থানার সেই এসআই আটক, ওসি প্রত্যাহার

আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : অবশেষে শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিনকে। থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

ব্যক্তিগত বিরোধের জের ধরে সোমবার রাতে অস্ত্র ঠেকিয়ে শাহ আলম নামের এক ব্যক্তির দু’পায়ে গুলি করেন আনোয়ার হোসেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার দুপুরে এবিষয়ে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মহা-পুলিশ পরিদর্শককে নির্দেশ দেন। আর নির্দেশনার পর নড়েচড়ে ওঠে পুলিশ প্রশাসন।

অভিযোগ উঠেছে, শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেন সোমবার রাতে অস্ত্র ঠেকিয়ে শাহ আলমের দু’পায়ে গুলি করেন। তাৎক্ষনিকভাবে এবিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। অপর দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার দুপুরে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মহা-পুলিশ পরিদর্শককে নির্দেশ দেন।

পুুলিশ হেড কোয়াটার্সের একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টির সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত এসআইকে আটক এবং শেরেবাংলানগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়।
police-bd

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ