পুলিশের নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

High-Court-sm20130120092335সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘দুই পায়ে গুলি করে যুবককে সন্ত্রাসী সাজাল পুলিশ!’ এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে ডিএমপি কমিশনারকে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইন ও সালিশ কেন্দ্রের করা এক রিটের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত ওই ঘটনার শিকার শাহ আলমের চিকিৎসাসেবা নিশ্চিত ও চিকিৎসার খরচ বহন করতে বিবাদীদের প্রতি নির্দেশ দেন।

আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন অবন্তী নুরুল।

রুলে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা কেন নেওয়া হবে না এবং ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের নির্যাতন করা থেকে বিরত থাকার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ