শুধু অভিযোগে মামলা হয় না : দুদক চেয়ারম্যান
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, বিশ্ব ব্যাংক সন্দেহবশত একজন মন্ত্রীকে পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামি করতে বললেও প্রমাণ না পাওয়ায় কমিশন তা করেনি।
“আমার বক্তব্য হলো, প্রাথমিক অনুসন্ধানে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পাওয়া গেলে শুধু বিশ্বব্যাংকের অভিযোগের ভিত্তিতে কাউকে আসামি করা আমি ফেয়ার মনে করি না।”
পদ্মা প্রকল্পে দুর্নীতি হয়নি দাবি করে গোলাম রহমান বলেন, কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিন পদ্মা সেতুর পরামর্শকের কাজ পেতে ঘুষে প্রলুব্ধ করার চেষ্টা করেছে।
“সেই প্রলোভনে কেউ পা দিতে পারেন। তবে একটি মন্ত্রণালয়ের সবাই প্রলোভনে পা দিয়েছে, এটা কতটুকু যৌক্তিক?”
দুদক কার্যালয়ে চেয়ারম্যন হিসাবে এটাই ছিল সাংবাদিকদের সঙ্গে গোলাম রহমানের বিদায়ী সাক্ষাৎ। শেষ বেলায় তিনি স্বীকার করেন, আইনগত সীমাবদ্ধতার কারণে গত ৪ বছরে কমিশন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি।
“ চার বছর আগে আমি যখন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলাম তখন বলেছিলাম, দুদক একটা টুথলেস টাইগার। এই চার বছরে পরিস্থিতির খুব অগ্রগতি হয়েছে, এমনটা বলা যাবে না। আইনগত সীমাবদ্ধতা ও বিচারব্যাবস্থার দীর্ঘসূত্রতা দুদকের সাফল্যের পথে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
চলতি মাসের ২৩ জুন দুদক চেয়ারম্যানের পদ থেকে অবসর নেবেন গোলাম রহমান। ২০০৯ সালের ২৩ জুন এই পদে যোগ দিয়েছিলেন তিনি।