সীমান্তে ৩ বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয়রা

hotta হত্যাপ্রতিনিধি, এবিসিনিউজবিডি
হবিগঞ্জ : চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তে ৩ বাংলাদেশীকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহতরা হলেন করম আলী (৪০), সুজন (২২) ও আকল মিয়া (১৯)। তাদের বাড়ি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে।

সীমান্ত সুত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাতছড়ি সীমান্তের গুইবিল বিজিবি ফাড়ির অদুরে ১৯৭২-এর ৩-এস সীমান্ত পিলারের কাছে ৩ ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি গুইবিল বিজিবি ক্যাম্পে খবর দেয়। এ সময় এলাকার লোকজন মৃতদেহ সনাক্ত করেন। মৃতদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ৫ মাস আগে বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় অপর ৩ বাংলাদেশীকে একইভাবে হত্যা করেছিল ভারতীয়রা।

ওদিকে অনলাইন আউটলুক ইন্ডিয়ায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ওই তিন বাংলাদেশীকে ত্রিপুরায় প্রহার করে হত্যা করা হয়েছে। আখরাবাড়ি গ্রামের লোকজন তাদেরকে প্রহার করে হত্যা করে। তাদের অভিযোগ, ওই তিন বাংলাদেশী গরু পাচারকারী। তারা তাদের গরু নিয়ে যেতে চেয়েছিল। তারা ওই গ্রামে যেতেই গ্রামবাসী চারদিক থেকে ঘিরে ফেলে তাদের। এরপর প্রহার করে হত্যা করা হয় । এসপি (পুলিশ কন্ট্রোল) উত্তম মজুমদার বলেছেন, ঘটনাস্থলেই গ্রামবাসী প্রহার করে হত্যা করে দু’জনকে। একজন মারা যান হাসপপাতালে। তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ