দুর্বল ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ : অর্থমন্ত্রী
মনির হোসনে মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : তদন্ত শুরুর আগেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত শনিবারের সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে কারণ নির্ণয় করে বলেছেন, ‘ট্রান্সমিশন ও ডিষ্ট্রিবিউশনের দুর্বলের কারণে সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। দুর্বল ট্রান্সমিশনের উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উপরও তাগিদ দেন অর্থমন্ত্রী।
রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে অর্থমন্ত্রী বিদ্যুৎ ও জ্বলানী খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী রাশিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে বিদ্যুৎ সচিব মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।