চট্টগ্রামের আলবদর প্রধানের মৃত্যুদন্ড

Kashim aliআনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : একাত্তরে মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ রায়  দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। মামলার কার্যক্রম শেষ হওয়ার প্রায় ছয় মাস পর আজ এ রায় ঘোষণা করা হলো।

মীর কাসেমের বিরুদ্ধে আনা ১৪ অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে তাকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছন ট্রাইব্যুনাল-২। আটটি অভিযোগে তাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বাকি চারটি অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।

চট্রগ্রামে মুক্তিযোদ্ধা জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে (অভিযোগ নম্বর ১১) মীর কাসেমকে সর্বসম্মত মতের ভিত্তিতে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। অপরদিকে দুজনকে হত্যার দায়ে (অভিযোগ নম্বর ১২) তাকে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ