২০১৫ খ্রিস্টাব্দের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি, মেহদী আজাদ মাসুম,  জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রাইমনিউজ.কম.বিডি,
ঢাকা : ২০১৫ খ্রিস্টাব্দের সরকারী ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মান্ত্রসভাকে অবহিত করা হয়েছে পাইপলাইনে থাকা বৈদেশিক সাহায্যের সঞ্চিতি ও ইহার ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন অবহিত করা হয়।

cab pic.সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকের মন্ত্রিসভায় আগামী বছর ২০১৫ খ্রিস্টাব্দের সরকারী ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাধারণ ছুটি থাকছে ১৫ দিন। আর নির্বাহী আদেমে ছুটি থাকছে ৮ দিন। অনুমোদন করা সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে ৯ দিনই থাকছে শুক্রবার শনিবার। আর নির্বাহী আদেশের ৮ দিনের মধ্যে ৩ দিন থাকছে শুক্রবার ও শনিবার।’

মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, আগামী বছর ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকবে দু’দিন। ২০১৫ খ্রিস্টাব্দের ছুটির বিষয়ে বাংলা একাডেমি থেকে তথ্য নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ