তামিমের পর ফিরলেন শামসুর

200px-Bangladesh_Cricket_Cap_Insignia.svgস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের ফর্মটা ধরে রাখতে পারলেন না তামিম ইকবাল। প্রথম পালায় সেঞ্চুরিয়ান তামিম দ্বিতীয় পালায় সাজঘরে ফিরেছেন মাত্র ২০ রান করেই। জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২  উইকেটে ৭৯ । এই মুহূর্তে জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ রানে।

ব্যর্থতা কাটিয়ে উঠতে চেয়েছিলেন কিন্তু পারলেন না শামসুর রহমান। নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না তিনি। ম্যালকম ওয়ালারের বলে স্লিপে ব্রেন্ডন টেলরকে ক্যাচ দিয়েছেন তিনি।

রিভিউ করেই শামসুরের উইকেটটা আদায় করে নিয়েছেন টেলর। ওয়ালারের বল তাঁর ব্যাট ছুঁয়ে স্লিপে গিয়েছিল কিনা, সেটা পুরোপুরি নিশ্চিত হতে না পেরেই তাতে আঙুল তোলেননি আম্পায়ার বিলি বাউডেন। কিন্তু রিভিউতে দেখা গেল বল কোনো এক জায়গায় লেগে দিক পরিবর্তন করে গেছে টেলরের হাতে। তবে বল ব্যাটে লেগেছে না প্যাডে সেটা অবশ্য রিভিউতেও পরিষ্কার বোঝা যায়নি। মুমিনুল অপরাজিত আছেন ২৭ রানে। শামসুরের বিদায়ের পর উইকেটে এসেছেন মাহমুদউল্লাহ।

জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন পানিয়াঙ্গারা ও ওয়ালার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ