মেট্রোরেল ও সরকারী-বেসরকারী অংশীদারিত্ব আইন মন্ত্রিসভায় অনুমোদিত

cab pic.মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : বেসরকারী খাতে বিনিয়োগ বাড়াতে সরকারী-বেসরকারী অংশীদারিত্ব আইন ও অনুমোদন ছাড়া পরিচালনা করলে শাস্তির বিধান রেখে মেট্রোরেল আইন ২০১৪’র খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
সরকারী-বেসরকারী অংশীদারিত্ব আইন ২০১৪ অনুমোদনের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারী খাতে বিনিয়োগ বাড়াতে মন্ত্রিসভায় এই আইনের চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটি এর আগে গত বছরের ২৮ অক্টোবর মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছিল।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, সরকারী-বেসরকারী অংশীদারিত্ব উপদেষ্টা পরিষদ গঠনের কথা বলা হয়েছে এই আইনে। এই উপদেষ্টা পরিষদের প্রধান হবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুমোদন ছাড়া মেট্রোরেল পরিচালনা করলে শাস্তি ও ভূমি অধিগ্রহণের বিধান রেখে মেট্্েরারেল আইন ২০১৪’র খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। ২২ হাজার কোটি টাকার মেট্রোরেলে সরকরী তহবিল থেকে ব্যয় করা হবে ৫ হাজার ৪শত কোটি টাকা। আর বাকি অর্থ দেবে জাইকা।

তিনি বলেন, অনুমোদন (লাইসেন্স) ছাড়া কেউ মেট্রোরল পরিচালনা করলে এই আইনে সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড ও এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। লাইসেন্স হস্তান্তরের ক্ষেত্রেও অনুরুপ শাস্তির বিধান রখা হয়েছে।

এছাড়াও মন্ত্রিসভায় ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৪’র চুড়ান্ত ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ