টিআইবির রিপোর্ট রাজনৈতিক অস্ত্র : নাসিম

Nasim নাসিমবিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র সচ্ছতা ও নিরোপেক্ষতা নিয়ে প্রশ্ন তলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, টিআইবি’র রিপোর্ট রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, টিআইবি’র বাংলাদেশে তথ্য সংগ্রহের কার্যক্রমে সচ্ছতা ও নিরোপেক্ষতা নেই। এই প্রতিষ্ঠানের অনেক রিপোর্টই উদ্দেশ্যপ্রনোদিত। অনেক রিপোর্টই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মোহাম্মদ নাসিম টিআইবির তথ্য সংগ্রহের বিষয়ে বলেন, মাত্র ৩৫ জনের কাছ থেকে তথ্য নিয়ে আড়াই লাখ লোক সম্পৃক্ত থাকা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে ঢালাওভাবে রিপোর্ট তৈরি করা হয়েছে, যা বাঞ্ছনীয় নয়। মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা ঠিক হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী সারা দেশের হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বলেন, হাসপাতালগুলোর ভেতর থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এতে রাজনৈতিক কোন বিষয় বিবেচনায় আনা হবে না। শিগগিরই চালানো হবে ব্যাপক

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ