ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন
মনির হােসন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : টেস্ট সিরিজে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে হোয়াইট ওয়াস করার অসাধারন সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জিল্লুর রহমানে ও স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহন করা হয়েছে। এছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড আইন ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দলকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াস করার অসাধারন সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আজকের মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জিল্লুর রহমানে ও স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহন করা হয়েছে। তাঁদের মৃত্যুতে দেশে অপূরনীয় ক্ষতি হয়েছে। মন্ত্রিসভা জিল্লুর রহমানে ও সৈয়দ মাইনুল হোসেনের আত্মার মাগফেরাৎ কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।