হাওর ও জলাভূমি উন্নয়ন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড আইন-২০১৪ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের স্বায়ত্ত্বশাসন চেয়ে মন্ত্রিসভায় প্রস্তাব দেয়। মন্ত্রিসভা পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত রেখে কিছু আইন সংশোধনের অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রস্তাবটি গত ৭ সেপ্টেম্বর ‘বাংলাদেশ হাওর ও জলাশয় উন্নয়ন বোর্ড আইন-২০১৪’ আইনটি সংশোধেনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন জানান, ২০০০ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০০১ সালের বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড গঠন করা হয়।
তিনি বলেন, এর আগে পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের (কর্মকর্তা ও কর্মচারী ) চাকরি প্রবিধানমালা প্রণয়ন করে অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ প্রতিষ্ঠানের রিজলিউশনের অনুচ্ছেদ (৪)-এ বলা হয়েছে, হাওর ও জলাভুমি উন্নয়ন বোর্ড এখন পানিসম্পদ মন্ত্রণালয়ের সংযুক্ত অফিস হিসাবে অভিহিত হবে। আইন ও বিচার বিভাগ থেকে এ প্রতিষ্ঠানটিকে এ্যাটাস্টেড ডিপার্টমেন্ট এর মর্যাদা দেয়া। বাংলাদেশ হাওর ও জলাভুমি উন্নয়ন বোর্ড আইন ২০১৪ শীর্ষক খসড়াটিতে মোট ২৪টি ধারা রয়েছে।