৯০ ইঞ্চি টিভি নিয়ে এল শার্প

sharpপ্রযুক্তি রিপোর্টার, এবিসি নিউজ বিডিঃ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শার্প যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশে এনেছে ৯০ ইঞ্চি পর্দার টেলিভিশন। যুক্তরাজ্য এবং ইউরোপে এ রকম টিভির চাহিদা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জিএফকে গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুসারে বর্তমানে ইউরোপে পঞ্চাশ ইঞ্চি বা তার চেয়ে বড় পর্দার টেলিভিশন বিক্রি মোট বাজারের ছয় শতাংশ।

শার্পের নির্মিত নতুন এ টিভির ডিসপ্লেতে থাকছে এলইডি প্রযুক্তি। বারো সেন্টিমিটার পাতলা এ টিভির ওজন ৬৪ কেজি। টিভিটি থ্রিডি ব্রডকাস্ট সাপোর্ট করে এবং এটিতে তিনটি টিউনার রয়েছে। যার ফলে এটি একসঙ্গে বেশকিছু চ্যানেল প্রদর্শন করতে সক্ষম। এ ছাড়াও টিভিটিতে রয়েছে ওয়ালপেপার মোড। অর্থাৎ টিভিটি যখন ব্যবহৃত হবে না তখন এর পর্দায় যে কোনো স্থির ছবি লো ব্রাইটনেসে ভেসে থাকবে।

যুক্তরাজ্য এবং ইউরোপে ছাড়া হলেও জিএফকের গবেষক নাইজেল ক্যাটলো জানান, যুক্তরাষ্ট্রে এ রকম বড় টিভির চাহিদা বেশি। বিবিসির তথ্য অনুযায়ী, শার্প প্রতিষ্ঠানটির প্রতি অর্থবছরে ক্ষতির পরিমাণ ৫৭০ কোটি টাকা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ