রাজনৈতি কারণে খেলাপী ঋন বাড়ছে : অর্থমন্ত্রী
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : সরকারী ও বেসরকারী ব্যাংকে খেলাপী ঋনের পরিমান বাড়ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক নানা করনে ব্যাংকে খেলাপী ঋন বাড়ছে। এটা আমাদের পলিটিক্যাল কালচার।
বুধবার দুপুরে মন্ত্রণালয়ে নিজ কক্ষে এডিবি’র (এশিয়া ডেভলপমেন্ট ব্যাংক) ভাইস প্রেসিডেন্ট ওয়েন চাই ঝং এর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকারী ও বেসরকারী ব্যাংকে খেলাপী ঋনের পরিমান বাড়ছে, এটা সত্য। তবে আগের চেয়ে সব ব্যাংকে সরকারের নিয়ন্ত্রনও বাড়ছে। রাজনৈতিক নানা করনে ব্যাংকে খেলাপী ঋন বাড়ছে। এটা আমাদের পলিটিক্যাল কালচার।
আবুল মাল আবদুল মুহিত বলেন, এডিবি’র সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভাল। জাপান বাংলাদেশকে তিন বছরে ৫ মিলিয়ন ডলার দিত। এডিবি দিত তিন থেকে ৫ বা এক হাজার কোটি ডলার। এখন দেড় থেকে ২ বিলিয়ন ডলার প্রয়োজন। কারন আমাদের প্রযেক্ট অনেকগুন বেড়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ১৫ ডিসেম্বর সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো জমা দেবে সরকারের গঠিত পে-কমিশন। আশা করছি, ২০১৫’র জুলাই থেকে নতুন বেতন কাঠামো চালু করা হবে।’ মন্ত্রী এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
(মেহদী/ ২৬ নভেম্বর ২০১৪)