ইস্তেমায় ইবলা আক্রান্ত পাঁচ দেশের মুসুল্লিদের না

সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : আগামী জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব ইস্তেমায় ইবলা ভাইরাসে আক্রান্ত পাঁচ দেশের মুসুল্লিদের না আসতে আহবান জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এ বিষয়ে বিমান বন্দরে শতর্কতার পাশাপাশি পাঁচ দেশের বাংলাদেশী মিশনকেও নির্দেশনা দেওয়া হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইস্তেমার সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বasaduzaman Kamalরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী জানুয়ারিতে ঢাকায় দুই পর্বে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ৯, ১০ ও ১১ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব হবে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি। আজকের বৈঠকে বিশ্ব ইস্তেমার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ইবলা ভাইরাসে আক্রান্ত পাঁচ দেশের বিষয়র নিয়ে আলোচনা হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতি বছরের মতই এবারও ইস্তেমায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে র‌্যাব পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করবে। এস্তেমার পুরো এলাকা জুড়ে বসানো হবে সিসি ক্যামেরা। চেক পোষ্টের পাশাপাশি কড়া গোয়েন্দা নজরদারী থাকবে।

ইবলা ভাইরাসে আক্রান্ত লাইবেরিয়া, নাইজেরিয়া, মালি, গিনি ও সিয়েরা লিয়নের মুসুল্লিদের না আসতে আহবান জানানোর কথা জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বিমান বন্দরে শতর্কতার পাশাপাশি পাঁচ দেশের বাংলাদেশী মিশনকেও এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ