২০১৫ সালের হজ নিবন্ধন শুরু ১৫ ডিসেম্বর
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা: ২০১৫ সালে হজে যেতে আগহীদের আগামী ১৫ ডিসেম্বর থেকে নিবন্ধন শুরু করতে হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান জানিয়েছেন।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আগামী বছরের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান এসময় উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘২০১৫ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে আজ গুরুত্বপূর্ন বৈঠক করেছি। বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধন্ত সমুহ পরবর্তি মন্ত্রীসভার বৈঠকে উত্থাপন করা হবে।
মতিউর রহমান বলেন, আগামী বছর হজে যেতে আগহীদের আগামী ১৫ ডিসেম্বর থেকে নিবন্ধন শুরু করতে হবে। অনলাইনেও নিবন্ধন করা যাবে। এই নিবন্ধন শেষ হবে ২০১৫’র ৩০ জানুয়ারি। সভার সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে হজে গমনেচ্ছুদের অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিতে হবে। এটা বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি জানান, এবার থেকে হজে যাওয়ার গমনেচ্ছুদের সাত মাস আগেই সব কার্যক্রম শেষ করতে হবে। সেক্ষেত্রে ২০১৫ সালে যারা হজে যেতে চান তাদের টাকা জমা দেওয়াসহ সব কার্যক্রম শেষ করতে হবে জানুয়ারি মাসের মধ্যেই।
মন্ত্রী বলেন, হজ করতে গিয়ে যারা ফিরে আসেননি তাদের বিষয়ে সৌদী সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত এজেন্টগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সৌদি সরকার পুরো হজ কার্যক্রম অনলাইনের আওতায় নিয়ে আসায় নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে বাংলাদেশিদেরও।