অপহরণ-ধর্ষণের দায়ে ৪ জনের ৩৭ বছর করে জেল
নেত্রকনা রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ধাআকঃ এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের দায়ে চার ব্যক্তিকে ৩৭ বছর করে কারাদন্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
মঙ্গলবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।
দ-প্রাপ্তরা হলেন- মোহনগঞ্জ উপজেলার পানোর গ্রামের আবুল হোসেন, আমিরুল, আল-আমিন ও নলজুরী গ্রামের ওলি। রায় ঘোষণার সময় ওলি ছাড়া সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী সুভাষ মঞ্জু খন্দকার সাংবাদিকদের জানান, ২০০৪ সালের ১১ জানুয়ারি মধ্যরাতে পানোর গ্রামের এক তরুণী ঘর থেকে বের হলে আসামিরা তাকে অপহরণ করে।
পরে তাকে ঢাকায় নিয়ে ৩ মাস একটি জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ওই বছরের ৪ এপ্রিল চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা হয়। তদন্ত কর্মকর্তা ওই বছরের ৪ জুলাই এদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
আইনজীবী জানান, আদালত ধর্ষণের দায়ে ৪ জনকে ৩০ বছর করে কারাদ- ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর সশ্রম কারাদ- এবং অপহরণের দায়ে তাদের আরো ৭ বছর কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম জেল দেয়।