বিদ্যুৎ বিপর্যয়ে লোড ম্যানেজমেন্টকে দায়ী করেছে তদন্ত কমিটি
মনির হোসেন মিন্টু, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিদ্যুতের চাহিদা ও সরবরাহের সঙ্গে লোড ম্যানেজমেন্টকে দায়ী করেছে বিদ্যুৎ বিপর্যয়ে গঠিত তদন্ত কমিটি। এর জন্য বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে।
বুধবার সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান বিপু। গত ১ নভেম্বর সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের মাসুম আল বেরুণী প্রমুখ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী তদন্ত রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, ‘বিদ্যুতের চাহিদা ও সরবরাহের সঙ্গে লোড ম্যানেজমেন্ট দায়ী। বিদ্যুৎ বিপর্যয়ে গঠিত তদন্ত কমিটি এ বিষয়ে একটি সুপারিশ জমা দিয়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ বিপর্যয়ের সমাধান করা শিগগিরই সম্ভব নয়। তবে আমাদের আরো আধুনিক হতে হবে।’
নসরুল হামিদ খান বিপু স্বীকার করে বলেন, ‘দেশব্যাপী বিদুৎ বিপর্যয়ের পরও ঝুকিঁতে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থাপনা।’
বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি ডিজিটাল রেখাচিত্র সাংবাদিকদের সামনে প্রদর্শন করে নসরুল হামিদ বলেন, ‘স্বাভাবিক হিসেবে বিদ্যুৎ সঞ্চালনের গতি ৪০ থেকে ৪৬ মানের মধ্যে উঠানামা করলে ভালো। কিন্তু বর্তমানে বিদ্যুৎ সঞ্চালনের গতি ৪৯ থেকে ৫৬।’ এই গতিকে মন্ত্রী নিজেই ঝুকিঁপূর্ণ বলে অবিহিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা ও যোগানের সামঞ্জস্যতা নিয়ন্ত্রণ হয় ম্যানুয়াল পদ্ধতিতে। এ কারণেই মূলত ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে।
সুপারিশ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবস্থাপনার লোকবল নিয়ে আমাদেরকে ১১ হাজারের বেশি মেগাওয়াটের ব্যবস্থাপনা করতে হচ্ছে। তাই এই মুহুর্তে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কাউকে দোষারোপ করে সময়ক্ষেপন করতে চাই না।
তিনি আরো বলেন, এটা কোনো নীতিগত বা আমলাতান্ত্রিক সমস্যা নয়। এটা আমাদের সামগ্রিক সমস্যা। কারণ বিদ্যুতের আধুনিকায়নে যে পরিমাণ বিনিয়োগ দরকার সেই সক্ষমতা এখনো আমাদেও নেই। তবে, এই সমস্যা কাটিয়ে উঠতে আমরা পরিকল্পনা নিয়েছি। এখন সেটা বাস্তবায়নের সময়। সবার সহযোগিতা চাই।
নসরুল হামিদ আরো বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে স্বল্প ও দীর্ঘ মেয়াদে উপদেষ্টা নিয়োগ করা হবে। শিগগির তাদের নিয়োগ চুড়ান্ত হবে।
দেশের সর্ব বৃহৎ বিদ্যুৎ বিপর্যয়ে জনগণ ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করায় এসময় ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।