শ্রীলংকার সঙ্গে ২৫ হাজার মেট্রিক টন চাল রপ্তানীর চুক্তি স্বাক্ষর

bd-srসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : শ্রীলংকায় ২৫ হাজার মেট্রিক টন চাল রপ্তানী করবে বাংলাদেশ। এ উপলক্ষে বুধবার বিকেলে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সারোয়ার খান ও শ্রীলংকা সরকারের পক্ষে লংকা সাথোসা লিমিটেডের চেয়ারম্যান নালীন ফার্নান্দোজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, ৫০ হাজার মেট্রিক টন মোটা চাল শ্রীলংকা নিতে আগ্রহ প্রকাশ করে চলতি বছরের ২১ আগষ্ট পত্র দেয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এই চাল রপ্তানীতে সম্মত হয়। সেই মোতাবেক আজ ২৫ হাজার মেট্রিক টন চাল রপ্তানীর চুক্তি স্বাক্ষরিত হল। বাকি ২৫ হাজার মেট্রিক টন শ্রীলংকা তাদের সুবিধামত সময়ে নেবে।

কামরুল ইসলাম বলেন, ‘আমাদের গুদামে এখন ১১ লাখ মেট্রিক টন চাল মজুদ আছে। আমরা ১ লাখ মেট্রিক টনের বেশি চাল রপ্তানী করতে সক্ষম। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করতে সক্ষম হয়েছি।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ