হজ্জ প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদন

cab pic.বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : হজ্জ প্যাকেজ ২০১৫’র খসড়ার চুড়া–ন্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত এই প্যাকেজ অনুযায়ী আগামী বছর ১,০১,৭৫৮ জন হজ্জ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১০,০০০ জন এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৯১,৭৫৮ জন হজ্জ করবেন। প্যাকেজ- ১’এ কোরবানী ছাড়া খাওয়াসহ খরচ পড়বে ৩,৫৪,৭৪৫ টাকা। আর প্যাকেজ- ২’এ কোরবানী ছাড়া খাওয়াসহ খরচ পড়বে ২,৯৬,২০৬ টাকা। এমআরপি পাসপোর্ট অন-লাইন রেজিষ্ট্রেশন এবার বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিসভায় ২০১৫’র খসড়ার চুড়া–ন্ত অনুমোদন দেওয়ার কথা জানিয়ে বলেন, এবারই প্রথম হজে যেতে আগ্রহীদের এমআরপি পাসপোর্ট ও অন-লাইন রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিসভায় দুটি প্যাকেজ অনুমোদন করা হয়েছে। প্রথম প্যাকেজে কোরবানী ছাড়া খাওয়াসহ খরচ পড়বে ৩,৫৪,৭৪৫ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে কোরবানী ছাড়া খাওয়াসহ খরচ পড়বে ২,৯৬,২০৬ টাকা।
মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, হজে যেতে আগ্রহীদের রেজিষ্ট্রেশন শুরু হবে আগামী ২১ জানুয়ারী ২০১৫ থেকে। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারী ২০১৫। রেজিষ্ট্রেশনের সময় ১,৫১, ৬৯০ টাকা প্রদান করতে হবে। আর বাকি টাকা ১০ জুনের মধ্যে প্রদান করতে হবে। ব্যাক্তিগতভাবে খরচের জন্য ১০ হাজার টাকা সঙ্গে রাখতে পারবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (সংশোধন) আইন ২০১৪ এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) আইন ২০১৪’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ