যুগ্ম-সচিব জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর

Gov.2বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে যুগ্ম-সচিব এ.কে.এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে অবশ্য যুগ্ম-সচিব এ.কে.এম জাহাঙ্গীরের অপরাধের বিষয় উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরের চাকরির বয়স ২৫ বছর হওয়ায় সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অব্সর  দেওয়া হয়েছে। ১৯৪৭ সালের চাকরিবিধি ক্ষমতাবলে তাকে এ অবসর দেয়া হলো।রাষ্ট্রপতির আদশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব মহিবুল হক।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করা কর্মকর্তাদের সনাক্ত করা হয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের কার্যালয়ে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈঠক করেন। অভিযোগ রয়েছে, এই দিন যুগ্ম-সচিব জাহাঙ্গীরও সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ